১ জুন থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ মে ২০২৫ ০৪:১০ অপরাহ্ণ   |   ৩৬৫ বার পঠিত
১ জুন থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন নোট প্রথম দিনে সীমিত পরিসরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে ঢাকার কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমেও এসব নোট বিতরণের পরিকল্পনা রয়েছে।
 

প্রতিবছর ঈদের আগে নতুন নোট ছাড়ার রেওয়াজ থাকলেও, গত রমজানে তা থেকে বিরত ছিল কেন্দ্রীয় ব্যাংক। বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্কের জেরে পুরোনো ডিজাইনের টাকা বাজারে ছাড়াও বন্ধ রাখা হয়। এমনকি ব্যাংকগুলোর কাছে মজুদ থাকা নতুন নোটও বাজারে ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এবার ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোটই নতুন ডিজাইনে আসছে। বাকি মূল্যমানের—৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার—নতুন নোট ছাপা হবে ঈদের পর।
 

নতুন নোট এবং নতুন ডিজাইন—দুইয়ের সমন্বয়ে সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যেই কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।