চট্টগ্রামে ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের সেমিনার
হোসেন বাবলা:
দেশের ফুটবলের প্রকৃত মানোন্নয়ন এবং বাফুফের দিকনির্দেশনা অনুযায়ী ক্লাব ও সংস্থাগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে চট্টগ্রামে ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ম্যাচ প্রিপারেশন ও ম্যাচ ডে জব রেসপনসিবিলিটিস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সিনিয়র কোচ ও সাবেক ফুটবলার মোহাম্মদ নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তারকা ফুটবলার ও ফটিকছড়ি এফসি’র হেড কোচ মাসুদ পারভেজ কায়সার।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান এবং চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) সভাপতি একেএম শহীদুল ইসলাম।
এছাড়াও সিনিয়র কোচ এম এ কাশেম, এম শামসুউদ্দিন, নাজিম উদ্দিন নাজু, এম হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সারোয়ার হোসেন, মোহাম্মদ একরাম আফসারী, মোহাম্মদ আলী, নেজামত নেজামসহ ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর চট্টগ্রামে এ ধরনের পেশাদার সেমিনার ও কর্মশালার আয়োজন করায় অংশগ্রহণকারী কোচরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ কোচদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনার শেষে ভবিষ্যতে আরও উন্নত মানের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ফুটবল উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬