গ্রোক সাময়িকভাবে বন্ধ করল ইন্দোনেশিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির ও ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গ্রোকের কার্যক্রমে এমন নিষেধাজ্ঞা আরোপ করল ইন্দোনেশিয়া।
সরকারি সূত্রে জানা গেছে, গ্রোক ব্যবহার করে নারীদের সম্মতিহীন পোশাকহীন ছবি তৈরির অভিযোগ উঠেছে। পাশাপাশি শিশুদের আপত্তিকর ছবি তৈরির চেষ্টারও প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিদ এক বিবৃতিতে বলেন, ‘সম্মতিহীন ডিপফেক ছবি তৈরি মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার চরম লঙ্ঘন।’ এ বিষয়ে ব্যাখ্যা ও আলোচনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর কর্মকর্তাদের তলব করেছে সরকার।
এদিকে এআই প্রযুক্তির অপব্যবহারের ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ধরনের প্রযুক্তির অপব্যবহারের নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যেও এক্স নিষিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটিশ প্রযুক্তি সচিব লিজ কেন্ডাল বলেন, অনলাইন নিরাপত্তা আইন মেনে না চললে তিনি দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফকমের মাধ্যমে এক্স বন্ধের পদক্ষেপকে সমর্থন করবেন।
— দ্য গার্ডিয়ান
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬