|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ণ

গাজীপুরে পানি পানে অসুস্থ হয়ে ৩০০ শ্রমিক, কারখানায় একদিনের ছুটি ঘোষণা


গাজীপুরে পানি পানে অসুস্থ হয়ে ৩০০ শ্রমিক, কারখানায় একদিনের ছুটি ঘোষণা


গাজীপুর প্রতিনিধি:


 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় পানি পান করার পর তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।
 

স্থানীয়দের জানান, সোমবার সন্ধ্যায় অসুস্থতার ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে, আর বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

স্থানীয় চিকিৎসকদের বরাতে জানা গেছে, বেশিরভাগ শ্রমিকই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, “যেসব শ্রমিক এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন, তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় সবারই ডায়রিয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।”
 

কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার বলেন, “সোমবার সন্ধ্যা থেকেই অনেক শ্রমিকের মাথা ব্যথা এবং ডায়রিয়া শুরু হয়। তবুও কর্তৃপক্ষ তখন কোনো ছুটি দেয়নি। মঙ্গলবার সকালে কারখানায় প্রবেশ করার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।”
 

চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, “কারখানার পানি পান করার পরই পেট ব্যথা শুরু হয় এবং পরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ি।”
 

মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, “আমাদের শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষের অর্থায়নে সকল অসুস্থ শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬