ইইউ নির্বাচন পর্যবেক্ষক: গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করা হবে
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তাদের নজর শুধুমাত্র সংসদ নির্বাচনের ওপর থাকবে; গণভোট পর্যবেক্ষণ করা হবে না।
তিনি বলেন, “পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য নিশ্চিত করাও অপরিহার্য।”
ইইউ আশা করে, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে।
ইয়ার ইয়াবস জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাস সময় ধরে বাংলাদেশে অবস্থান করবে ইইউ মিশন। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে। এছাড়া কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে মোট দুই শতাধিক সদস্য এই মিশনের সঙ্গে যুক্ত থাকবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬