ঢাবির জয়নুল গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ জুন ২০২৪ ০১:২৯ অপরাহ্ণ   |   ১০৬১ বার পঠিত
ঢাবির জয়নুল গ্যালারিতে  চলছে শিল্পকর্ম প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত প্রদর্শনী চলবে।

 

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।    

 

ঢাবির চারুকলার ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ প্রদর্শনী উদ্বোধন করা হয় শনিবার বিকেলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হামিদুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক শেখ আফজাল হোসেন ও অধ্যাপক শিশির ভট্টাচার্য।