অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।”
তিনি বলেন,“যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, ততবারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করেছি। শুধু আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন করতে পারিনি।”
আজ বৃহস্পতিবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে শান্তিবাগ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস।
ঢাকা-৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘আমি আমার এলাকার জন্য সার্বিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবো।’
তিনি বলেন, “আমাদের অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দূর করতে হবে।”
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী— এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস।