|
প্রিন্টের সময়কালঃ ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

বড়াইগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত


বড়াইগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত


সুরুজ আলী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের ও মো. বয়েত রেজা।

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আলহাজ মো. সাইফুর রহমান, সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য জয়নাল আবেদিন, হালিমা খাতুন ও সাজাহান আলী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬