|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৫:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ণ

মাদারগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রির উৎসব, হুমকিতে কৃষিজমি


মাদারগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রির উৎসব, হুমকিতে কৃষিজমি


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি কৃষিজমি কেটে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষকদের আবাদও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
 

রোববার (তারিখ উল্লেখযোগ্য) মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্তত তিনটি ভেকু ব্যবহার করে তিন ফসলি জমি থেকে দেদারসে মাটি কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির প্রভাবশালী চক্র ভূমি আইন উপেক্ষা করে এসব কৃষিজমি কেটে মাটি বিক্রি করছে, যা সরাসরি কৃষি উৎপাদনের জন্য হুমকিস্বরূপ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন, রব্বানী, সোহরাব ও বকুল নামের কয়েকজন ব্যক্তি ভূমি আইনের বিধিনিষেধ সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন এবং তা বাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে জমির ওপরের উর্বর মাটি বা টপ সয়েল ধ্বংস হচ্ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় কৃষক জানান, ফসলি জমি কেটে মাটি বিক্রির কারণে তাঁদের আবাদি জমিও ঝুঁকিতে পড়েছে। জমিতে সেচ দিতে গেলে পানি পাশের কাটা ক্ষেতে নেমে যায়, ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কৃষক নিজের জমি থেকেও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ধীরে ধীরে কমে যাচ্ছে তিন ফসলি জমির পরিমাণ এবং কৃষি পণ্যের উৎপাদন।
 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, ভেকু দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬