সীতাকুণ্ড ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন: ১৪০ প্রজাতির ফুলে মোহিত দর্শনার্থীরা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নের সাগরপাড়ে ১৯৪ একর এলাকায় অবস্থিত ডিসি পার্ক নতুন আঙ্গিকে উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী দিনেই ফুল প্রেমীদের বাধভাঙা ঢল নেমেছে পার্কে; বিভিন্ন উপজেলা ও নগরী থেকে হাজার হাজার তরুণ-তরুণী, এমনকি বৃদ্ধরাও এসেছে ফুলের সুবাস উপভোগ করতে।

এই বছর পার্কে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হবে। দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি এবং ফ্লাওয়ার টিন।
ফুলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবে দর্শকরা। এছাড়াও আয়োজনে রয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত প্রচারণার জন্যও একটি বিশেষ স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি সচিব মোঃ এহসানুল হক বলেন, “আজকের দিনে আমাদের অবসরে সময় কাটানোর মনোমুগ্ধকর স্থান খুবই কম। ডিসি পার্ক দর্শনার্থীদের নিরাপদ, নিরিবিলি ও যান্ত্রিক কোলাহল মুক্ত পরিবেশে ফুল উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ দিচ্ছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য ও গণভোট উভয় ভোট প্রদান করে দেশের নাগরিক দায়িত্ব পালন করবেন।”
ফুল উৎসবটি আজ শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬