কানপুর টেস্ট থেকে বাদ তিন তারকা

প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ ২৯৮ বার পঠিত
কানপুর টেস্ট থেকে বাদ তিন তারকা

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টের জন্য ভারতীয় দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং ইয়াশ দয়ালকে দলে রাখা হলেও তাদেরকে ইরানি কাপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সরফরাজ মুম্বাই দলের, আর ধ্রুব ও ইয়াশ 'রেস্ট অব ইন্ডিয়া' দলের হয়ে খেলবেন। 

এর আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম পিটিআই জানিয়েছিল, রঞ্জি ট্রফির বিজয়ী মুম্বাই দলে জায়গা পাচ্ছেন সরফরাজ খান। সেটাই নিশ্চিত করা হয়েছে মঙ্গলবারের ওই একই বিবৃতিতে। যেখানে বলা হয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াডে ডাক পাওয়া সরফরাজ খানকে মুম্বাইয়ের হয়ে খেলার জন্য ছেড়ে দেয়া হবে।