কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত, যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হামলায় আহত ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ণ   |   ১৫৩ বার পঠিত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত, যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হামলায় আহত ১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রকি (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বড়গ্রাম মাতাব্বর বাজারের হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। একইদিন ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন একটি ওয়ার্কশপের কর্মচারী।
 

পথচারী রানা জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন রকি। এ সময় হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ চলছিল। পরিস্থিতি থেকে বাঁচতে রকি দৌড় দিলে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রকি বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় বাস করতেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
 

অন্যদিকে, যাত্রাবাড়ীর বঁধুয়া কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মচারী জাকির হোসেন গুরুতর আহত হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সকাল ৬টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।