তৃতীয় দিনের আপিল শুনানিতে আধাবেলায় ৩৬ আবেদন নিষ্পত্তি
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানিতে আধাবেলায় ৩৬টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (তারিখ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া আপিল শুনানিতে দুপুর পর্যন্ত এসব আবেদনের শুনানি গ্রহণ করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, নিষ্পত্তিকৃত ৩৬টি আপিলের মধ্যে ১৯টি মঞ্জুর করা হয়েছে, ১৩টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং বাকি ৪টি আবেদন অনিষ্পন্ন রাখা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত শুনানি কার্যক্রম চলবে।
এর আগে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) মোট ৭১টি আবেদনের শুনানি শেষে ৫৮টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। ওই দিন ৭টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
এছাড়া প্রথম দিনের শুনানিতে ৭০টি আপিল আবেদনের মধ্যে ৫২টি মঞ্জুর করা হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই দিনে ১৫ জন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করা হয় এবং ৩টি আবেদন বিবেচনাধীন রাখা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬