খুচরা ও পাইকারি পর্যায়ে কারসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়িয়েছে। তবে এই দাম বাড়ার আশঙ্কাকে কেন্দ্র করে কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এর ফলে বাজারে অস্বাভাবিকভাবে এলপিজির দাম বেড়ে গেছে।
তিনি আরও জানান, এলপিজির বাজার স্বাভাবিক রাখতে ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।