|
প্রিন্টের সময়কালঃ ১১ জানুয়ারি ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০১:৫২ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ


বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
 

পাঁচলাইশ থানা বিএনপি (শোলকবহর ওয়ার্ড) এবং সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মামুনুল ইসলাম হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে দোয়া মাহফিলে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম।
 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সহসভাপতি মো: আশারাফ চৌধুরী, সাবেক জাসাস সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ, শাহিদুর রহমান বেলাল, শাহ আলম চৌধুরী, কাজী শামসুল আলম, হাসান চৌধুরী ওসমান এবং দিদারুল আলম। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬