|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:১৭ অপরাহ্ণ

আতালান্তাকে ১–০ ব্যবধানে হারাল ইন্টার মিলান


আতালান্তাকে ১–০ ব্যবধানে হারাল ইন্টার মিলান


সিরি আ লিগে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে ইন্টার মিলান। রোববার বার্গামোতে আতালান্তাকে ১–০ গোলে হারিয়ে টেবিলের প্রথম স্থানে অবস্থান বজায় রেখেছে দলটি। এই জয়ের ফলে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে তারা এক পয়েন্ট এগিয়ে রয়েছে।

 

ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। এটি লিগের চলতি মৌসুমে তার নবম গোল। খেলা জুড়ে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি।

 

ইন্টারের মার্কুস থুরাম এবং আতালান্টার শার্ল দে কেতেলারের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। ইন্টারের নিকোলো বারেলাও একটি সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে আতালান্টার গোলরক্ষক মার্কো কার্নেসেক্কি কয়েকটি দুর্দান্ত সেভে দলকে ম্যাচে রেখেছিলেন।

 

দ্বিতীয়ার্ধে আসে জয়সূচক মুহূর্ত। ডিফেন্ডার বেরাত জিমসিতির ভুলে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন মার্তিনেজ। শেষে সমতায় ফেরার সুযোগ পেলেও লাজার সামারজিচ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

 

পরাজয় সত্ত্বেও আতালান্টার পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দেখা গেছে। নতুন কোচ রাফায়েলে পাল্লাদিনোর অধীনে দলটি এগোনোর চেষ্টা করছে, যদিও আপাতত তারা লিগ টেবিলে দশম স্থানে রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫