পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চট্টগ্রাম থেকে-হোসেন বাবলা:
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া, কাঠগড় এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক টিটু দেব।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন এবং পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমির এ উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাসংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মালেক সুলতান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপদেষ্টা সদস্য ও সংগঠনের পৃষ্ঠপোষক মো. দেলোয়ার আমিন হারুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুনিরুল আনোয়ার, মাওলানা আব্দুল আউওয়াল ফোরকানি, সিনিয়র শিক্ষক ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক মো. ওসমান গনি, সাংবাদিক রাশেদুল হাসান শাহেদ ও ইকবাল হোসেন সুমন, শিক্ষক মো. লোকমান, যুব সংগঠক মো. সাইফুর রহমান রনি।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আসিফ কামাল, সহ-সভাপতি ছাবিত হাসান, হাসান রিফাত, শাহেদ হাসান আতিক, শামসুন নাহার মারিয়া, সানজিদা আক্তার, তনিমা, শাখাওয়াতসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইশিতা মাহফুজা ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাইসুল ইসলাম রিফাত। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬