কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলায় ডিএডি মোতালেব নিহত হওয়ার ঘটনার চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।
ঘটনা ১৯ জানুয়ারি বিকেলে ঘটে, যখন র্যাবের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ডিএডি মোতালেব নিহত হন এবং চারজন আহত হন।
সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে হাজারো অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এটি ভূমিদস্যু, পাহাড়খেকো এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩,১০০ একর দখলকৃত জমির আনুমানিক মূল্য ৩০ হাজার কোটি টাকার বেশি।
এ অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী কার্যক্রম চললেও প্রশাসনের অভিযান বারবার হামলার মুখে পড়ে। বিভিন্ন সময়ে সরকারের সমর্থন পাওয়ার আভাসে সন্ত্রাসীরা জমি দখল, প্লট বিক্রি ও অন্যান্য অপরাধ চালিয়ে আসছে। মামলাসমূহ থাকা সত্ত্বেও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।