চট্টগ্রামে জাসাসের নির্বাচনী গণসংযোগ সমন্বয়ক হিসেবে আব্দুল মান্নান রানার মনোনয়ন, নেতৃবৃন্দের শুভেচ্ছা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০২:৫২ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
চট্টগ্রামে জাসাসের নির্বাচনী গণসংযোগ সমন্বয়ক হিসেবে আব্দুল মান্নান রানার মনোনয়ন, নেতৃবৃন্দের শুভেচ্ছা

চট্টগ্রাম প্রতিনিধিঃ



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস)-এর গণসংযোগ কার্যক্রম জোরদারে প্রখ্যাত সংগীতশিল্পী ও নগর জাসাসের সাবেক সভাপতি আব্দুল মান্নান রানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

জাসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনয়নের পাশাপাশি জেলা ভিত্তিক গণসংযোগ কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর অংশ হিসেবে তিনি চট্টগ্রাম মহানগরের গণসংযোগ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
 

এই উপলক্ষে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আব্দুল মান্নান রানার সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই, সদস্য শিল্পী সেলিম ইকবাল, নগর জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহেদ কায়সার, শিল্পী মেহেদী হাসান, অভিনেতা রাজ সাগর, বেলাল আহমেদ, ওমর আলী মুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

এসময় আব্দুল মান্নান রানা নতুন দায়িত্ব পালনে সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।