খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

“ঘুমন্ত জাতি কখনো অধিকার পায় না—আজ না জাগলে কাল ইতিহাস ক্ষমা করবে না” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, দেশের আগামীর পরিবর্তন আনতে ছাত্রসমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্রসমাজ সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রসমাজকে গুরুত্ব দিতেন এবং তারেক রহমানও তরুণদের ভাবনা ও মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন।
ওয়াদুদ ভূইয়া আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে খাগড়াছড়ি জেলায় টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লাপ্রুচাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬