|
প্রিন্টের সময়কালঃ ০৬ জানুয়ারি ২০২৬ ০৮:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৬ ০১:৩৩ অপরাহ্ণ

কারওয়ান বাজারে পুলিশ ও মোবাইল ব্যাবসায়ীদের ধাওয়াপাল্টা ধাওয়া


কারওয়ান বাজারে পুলিশ ও মোবাইল ব্যাবসায়ীদের ধাওয়াপাল্টা ধাওয়া


কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেছিলেন মুঠোফোন ব্যবসায়ীরা। রোববার কর্মসূচির মধ্যে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রি (এনইআইআর) ব্যবস্থা বাতিল, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে আজ পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটি দেশে সব মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেয়।

 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন মুঠোফোন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

 

পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে অবস্থান নেয়। এরপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করার কথাও জানায় পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬