|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০১:১২ অপরাহ্ণ

ইপিজেডে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা সোহেলের বাসায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন


ইপিজেডে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা সোহেলের বাসায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন


ডেস্ক নিউজ:

 

গত ২৮ ডিসেম্বর ভোর রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আ. জ. ম. সোহেলের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাসায় গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বন্দরটিলাস্থ সোহেলের বাসভবনে উপস্থিত হয়ে সিটি মেয়র নিহতের পিতা জাহাঙ্গীর আলম সওদাগরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নিহত সোহেলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁর চার-পাঁচ বছর বয়সী কন্যার খোঁজখবর নেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের প্রতি পরিবারটির পাশে থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাবেদ আনসারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সাজু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হোসেনী মোবারক রিয়াদ, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটু, ইপিজেড থানা ছাত্রদলের আকিব জাভেদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল ও জাসাসের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সিটি মেয়র নিহত সোহেলের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬