|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১২ অপরাহ্ণ

এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, সমন্বয়ক দাবি করা যুবক গ্রেপ্তার


এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, সমন্বয়ক দাবি করা যুবক গ্রেপ্তার


হবিগঞ্জ প্রতিনিধি:-

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় গত বুধবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি করা সমন্বয়ক ফরহাদ ইবনে রুমি গ্রেপ্তার হন। তিনি উপজেলার উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে।
 

জানা যায়, গত মঙ্গলবার উপজেলার নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। অভিযানের সময় ফরহাদ সহকারী কমিশনারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে হামলার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে বুধবার ভোরে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ফরহাদকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে এবং চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে উবাহাটা মৌজার খাস খতিয়ানে রাস্তা এবং এক ব্যক্তির প্রায় ২০ ফুট জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করেছিল। এ ঘটনায় ২০২৩ সালের ৬ ডিসেম্বর হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাবুল মিয়া নামে এক ব্যক্তি। সম্প্রতি আদালত বাবুল মিয়ার পক্ষে আদেশ দেন, যার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ফরহাদকে উচ্ছেদ করতে যান এবং ফরহাদ সেখানে বাধা সৃষ্টি করেন।
 

মামলার বাদী বাবুল মিয়া জানান, ফরহাদ ও তার সহযোগীরা এলাকায় প্রভাবশালী, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না। তারা দীর্ঘদিন ধরে তার জায়গা ও রাস্তার জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। সহকারী কমিশনার উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ফরহাদ তাদের ওপরও হামলার চেষ্টা করেন।
 

এলাকাবাসীর মতে, ফরহাদ পূর্বে যুবলীগের পরিচয় দিলেও গত ৫ আগস্টের পর থেকে নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দাবি করছেন। সম্প্রতি তিনি এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, সেনাবাহিনী ফরহাদকে আটকের পর থানায় হস্তান্তর করলে তাকে বাবুল মিয়ার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫