জুলাই হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন অব্যাহতিপ্রাপ্ত
জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
এর আগে গত ২৪ নভেম্বর, মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-৩ এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনাটির সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোন প্রকার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ফলে তাকে মামলা দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
ঘটনার পটভূমি
গত বছরের ১৯ জুলাই, জুলাই আন্দোলন চলাকালে রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন সোহান শাহ (৩০)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ২৮ আগস্ট মারা যান।
পরে ১৯ সেপ্টেম্বর নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগটি এজাহার হিসেবে রামপুরা থানা পুলিশকে গ্রহণের নির্দেশ দেন, যেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ৪৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫