|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৫:১৭ অপরাহ্ণ

বড়াইগ্রামে তরুণদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে জামায়াতের এমপি প্রার্থী আব্দুল হাকিম


বড়াইগ্রামে তরুণদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে জামায়াতের এমপি প্রার্থী আব্দুল হাকিম


সুরুজ আলী,নাটোর প্রতিনিধিঃ


 

বড়াইগ্রামে তরুণ সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘তরুণদের চোখে আগামীর বড়াইগ্রাম’ শীর্ষক সম্মুখ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হাকিম সরাসরি অংশগ্রহণ করেন।

 


 

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইনডোর প্লে–গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তরুণরা তাদের প্রত্যাশা, চ্যালেঞ্জ ও আগামীর বড়াইগ্রামের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু সায়ীম জীবন। এরপর ফুয়াদ হোসেন ও হাসান আহমেদের সঞ্চালনায় তরুণরা একে একে প্রশ্ন উত্থাপন করেন।
 

প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে মাওলানা আব্দুল হাকিম বলেন, “দুর্নীতিমুক্ত বড়াইগ্রাম–গুরুদাসপুর গড়ে তোলার জন্য সচেষ্ট থাকবো। তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করা আমার অঙ্গীকার।” তিনি আরও বলেন, তরুণরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি। শিক্ষাজীবন শেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশে চাকরির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সহায়তা এবং দক্ষতা উন্নয়নে তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
 

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা আশা প্রকাশ করেন, আগামী দিনের বড়াইগ্রাম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী—যেখানে তরুণরা পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫