|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৩ ০৩:৫৮ অপরাহ্ণ

সাইফ হাসানের ডেঙ্গু আক্রান্ত হওয়া বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ


সাইফ হাসানের ডেঙ্গু আক্রান্ত হওয়া বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ


শিয়া কাপের আগে দুঃসংবাদ পিছু ছাড়ছে না বাংলাদেশের। প্রথমে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান পেসার ইবাদত হোসেন। এরপর অসুস্থতার কারণে এশিয়া কাপের ফ্লাইট মিস করেন ওপেনার লিটন দাস। ব্যাকআপ ওপেনার হিসাবে ভাবনায় ছিলেন সাইফ হাসান। তবে তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

অতিরিক্ত ওপেনার হিসেবে ভাবনায় থাকা সাইফ হাসানের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে বিসিবির চিন্তায় ছিলেন এই ওপেনার।


সাইফের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি আজ সোমবার (২৮ তারিখ) বিষয়টি  দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, 'কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।'

সবমিলিয়ে এশিয়া কাপ শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ । কেননা লিটন এবং সাইফের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে সব মিলিয়ে একটা বড় সমস্যায় পড়বে টাইগাররা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫