চট্টগ্রাম ইপিজেড এলাকায় নাসা গ্রুপের শ্রমিকের সড়ক অবরোধ: চরম ভোগান্তিতে সাধারণ জনগণ...!
হোসেন বাবলা ( চট্টগ্রাম):-
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ( সিইপিজেড) নাসা গ্রুপের শ্রমিকদের অভিযোগ— ৫ই আগস্ট মালিকপক্ষকে আটকের পর থেকে ফ্যাক্টরির কাজ কমে যায়, ফলে চলতি বছরের ২/৩ মাস ধরে বেতন বকেয়া পড়ে রয়েছে বলে একাধিক ভুক্তভোগী শ্রমিক কর্মচারীর।
এরই মধ্যে হঠাৎ বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধের নোটিশ হাতে পেলে ক্ষোভে ফেটে পড়েন তারা।
অভিযোগ রয়েছে, বেতন বকেয়া মেটাতে বেপজার কাছে অভিযোগ নিয়ে গেলে শ্রমিকদের ওপর শারীরিকভাবে নির্যাতন চালায় বেপজা কর্তৃপক্ষ।
ফলে গত তিন দিন ধরে তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্তও অব্যাহত ছিলো এ আন্দোলন।
এদিকে টানা সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।
এই সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম মহানগর এলাকায় বন্দর -ইপিজেড পতেঙ্গার আশেপাশে বিভিন্ন কল কারখানার হাজার হাজার শ্রমিক,জন সাধারণ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ পথচারী, যাত্রী সাধারণ,গণ মানুষের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সমস্যা সমাধান করতে শিল্প পুলিশ, নিকটস্থ থানা পুলিশ টিম এবং বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং শ্রমিক কর্মচারীদের সাথে দফায় দফায় বৈঠক কর বেলা সাড়ে ১১ টার দিকে বেপজার মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা বিক্ষোভ করে বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫