পলাশবাড়ীতে জমিতে সেচপাম্পের পানি সরবরাহকে কেন্দ্র করে মারপিটে আহত ৮

গাইবান্ধা প্রতিনিধি:--
গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামে জমিতে সেচ পাম্পের পানি সরবরাহকে কেন্দ্র করে সৃষ্ট মারপিটে উভয় পক্ষের অন্ততঃ ৮ জন আহতের ঘটনা ঘটেছে।সরেজমিন প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় এদিন বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের দালালপাড়ায় ঘটনাটি
ঘটে।
সেচ পাম্পেের মাধ্যমে জমিতে পানি সরবরাহের বিষয়টি নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয়ভাবে চাষীদের মাঝে পরস্পর অসন্তোষ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার সময় সেচ গ্রহীতা মৃত: সামসুল ইসলামের ছেলে মিন্টু মিয়া এবং মৃত: আব্দুল করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন খানের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। এনিয়ে উত্তেজনার একপর্যায় বিভক্ত উভয় পক্ষের মধ্যে মারপিটের সূত্রপাত ঘটে নারী-পুরুষসহ ৮ জন আহত হয়।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎ সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন আলতা বেগম(৪৫),জাহেদা (৩৫),মশিউর রহমান(৪০),জহুরুল ইসলাম(৪৫), জানে আলম(৫০),জসিম(৪৫) ও জুনায়েদ(১৪)
সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন।
ঘটনার বিষয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টাে বলেন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ভাবে ঘটনাটি নিয়ন্ত্রণ করা হয়। দ্বন্দ্বে লিপ্ত উভয়পক্ষই পরস্পর আত্মীয়। এব্যাপারে এখনো কোনো পক্ষই থানায় কোন অভিযোগ দাখিল করেনি।তবে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫