|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৯:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিবেদক,টাংগাইল:-


গত ১৬-০৭-২০২৫ টাংগাইলের একটি হোটেলে অনুষ্ঠিত হলো দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা।


 




"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন"। -এই স্লোগানকে ধারণ করে রক্তদান কর্মসুচীর মাধ্যমে যাত্রা শুরু করলেও দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ধীরে ধীরে তাদের কাজের পরিধি বাড়িয়ে এখন একটি মানবসেবামূলক সামাজিক সংগঠন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক, কবি, সাংবাদিক সোহাগ আহম্মেদ। অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন রাধারমণ সরকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সজীব সরকার সঞ্জীব দেশের বাহিরে থাকায় কনফারেন্স এর মাধ্যমে যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন প্রতিষ্ঠানটির সভাপতি আহমেদ বাবুল। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি শতাব্দী কর্মকার, সাধারণ সম্পাদক শাহ সুলতান, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বিসহ প্রতিষ্ঠানের সকল সদস্য, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটিতে ফাউন্ডেশনের পরবর্তী একবছরে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫