|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে ৬ জনের মৃত্যু


নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসে ৬ জনের মৃত্যু


স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে নেপালের রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টির কারণে  ভূমিধসে তিনটি বাড়ি ধসে গেছে। অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। 

এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে। কৌশল নিউপানে বলেন, স্থানীয় নদীর ওপর একটি সেতু বন্যায় ভেসে গেছে। এতে জেলার অন্যান্য অংশের সঙ্গে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

নেপাল পুলিশ জানায়, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৯৫ জন নিহত, ২৪৭ জন আহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫