|
প্রিন্টের সময়কালঃ ০৬ আগu ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫২ অপরাহ্ণ

‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের


‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের


ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিরোধী মত দমনের কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
 

সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
 

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর মাধ্যমে জাতীয় পার্টির ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারের পর জামিন দেওয়া হচ্ছে না এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে। এমনকি পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
 

তিনি আরও বলেন, এই অভিযানের অংশ হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার গাজীপুর মহানগরের কয়েকজন নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
 

জি এম কাদের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, নিরপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধ করতে হবে। তিনি সরকারের প্রতি এই দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫