|
প্রিন্টের সময়কালঃ ১৫ মে ২০২৫ ০৭:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

সাতক্ষীরার বিনেরপোতায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধু চালক নিহত


সাতক্ষীরার বিনেরপোতায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধু চালক নিহত


ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-

 

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত. মূছা বৈদ্য’র ছেলে। পেশায় তিনি আলম সাধু চালক।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোই সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিং এর গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়।
 

খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫