|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ

পাগলা মসজিদের দানবাক্সে টাকা ছাড়াও পাওয়া গেল শেখ হাসিনা ও ড. ইউনূসকে নিয়ে লেখা চিরকুট


পাগলা মসজিদের দানবাক্সে টাকা ছাড়াও পাওয়া গেল শেখ হাসিনা ও ড. ইউনূসকে নিয়ে লেখা চিরকুট


কিশোরগঞ্জ প্রতিনিধি:-


 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় পাওয়া গেছে বিপুল পরিমাণ টাকা এবং কিছু চমকপ্রদ চিরকুট। এসব চিরকুটে সাধারণ মানুষের নানা আকাঙ্ক্ষা ও আবেগ প্রকাশ পেয়েছে। এর মধ্যে দুটি চিরকুটে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম।
 

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের উপস্থিতিতে মসজিদের নিচতলায় থাকা ১১টি দানবাক্স খোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় দানবাক্স খোলার কাজ।
 

টাকা গণনার সময় চিরকুটগুলোর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল: “পাগলা চাচা শেখ হাসিনা কোথায়?” আরেকটিতে লেখা: “ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই – সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।”
 

এছাড়াও আরও অনেক চিরকুটে ভক্তরা তাদের ব্যক্তিগত মনোবাসনা, আশা-আকাঙ্ক্ষা ও দুঃখ-বেদনার কথা তুলে ধরেছেন।
 

এবার দানবাক্স খুলে প্রাথমিকভাবে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনার কাজ এখনো চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গতবার ৩০ নভেম্বর দানবাক্স খোলার সময় ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল এবং গণনা শেষে হিসেব মেলে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকার।
 

রমজান ও ঈদের কারণে এবার দানবাক্স খোলায় কিছুটা বিলম্ব হয়েছে। গণনার কাজে সহায়তা করছেন দুটি মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী, ৭০ জন ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মসজিদ কমিটির প্রতিনিধিসহ প্রায় সাড়ে চারশ জন।
 

টাকা গণনার সার্বিক তদারকি করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন আক্তার এবং কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মসজিদ ঘিরে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫