বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান হাইকমিশনার। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়।
হাইকমিশনার শিউনিন রশীদ বলেন, "উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে সরাসরি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালদ্বীপের ব্যবসায়ীরাও এ উদ্যোগে অত্যন্ত ইতিবাচক।" তিনি আরও জানান, কনটেইনার, সাধারণ যাত্রী বা মালামাল পরিবহন ছাড়াও উভয় দেশের মধ্যে সমুদ্রপথে ক্রুজ সার্ভিস চালু করা যেতে পারে, যা পর্যটন খাতে অবদান রাখবে।
বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচল চালু হলে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশ থেকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানি করার আহ্বান জানান। পাশাপাশি, বাংলাদেশের মেরিন একাডেমিগুলোতে প্রশিক্ষণ গ্রহণের জন্য মালদ্বীপ থেকে ক্যাডেট পাঠানোর প্রস্তাবও দেন তিনি। উপদেষ্টা জানান, বাংলাদেশে মেরিন বিষয়ক আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দেওয়া হয়, যা মালদ্বীপের ক্যাডেটদের জন্য উপকারী হতে পারে।
হাইকমিশনার শিউনিন রশীদ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, "মালদ্বীপ সরকার বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়ে কাজ করতে আগ্রহী।" তিনি আরও জানান, মালদ্বীপের ব্যবসায়ীরা বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
পরে, নৌপরিবহন উপদেষ্টা হাইকমিশনারকে জানিয়ে বলেন, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য আইএমও নির্বাচনে সি-ক্যাটাগরিতে বাংলাদেশ প্রতিদ্বন্দিতা করবে এবং এই নির্বাচনে মালদ্বীপের সমর্থন প্রত্যাশা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫