সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মাইনুল ইসলাম রুবেল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রুবেল সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে।
মতবিনিময়কালে মাইনুল ইসলাম রুবেল আনুষ্ঠানিকভাবে সীতাকুণ্ডের উন্নয়ন সংক্রান্ত তার লিখিত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, "সীতাকুণ্ড একটি পাহাড় ও সমুদ্র দ্বারা বেষ্টিত নৈসর্গিক এলাকা। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। আমি প্রার্থী হয়েছি পাহাড়-সমুদ্র, বেড়িবাঁধ, পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক সীতাকুণ্ড গড়ার জন্য।"
তিনি আরও বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা আমার ইতিবাচক পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রাখছি। সীতাকুণ্ডবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা আমার লক্ষ্য।"
প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন প্রার্থী মাইনুল ইসলাম। তিনি আগামী জাতীয় নির্বাচনে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।
মাইনুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, উত্তর বগাচতর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাউথ কোরিয়ান কোম্পানির এডমিন ডিপার্টমেন্টে কর্মরত। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে তিনি ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক এবং উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিম। সভাপতিত্ব করেন উত্তর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থী ঘোষণা ও পরিচয় করান কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন।
প্রধান অতিথি জসিম উদ্দীন বলেন, "আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিমধ্যেই ভিপি নূরের নেতৃত্বে তরুণরা আস্থাভাজন হয়ে উঠেছে। সীতাকুণ্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী মাইনুল ইসলাম রুবেলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে সীতাকুণ্ডকে সমৃদ্ধ ও টেকসই শিল্পনগরী হিসেবে গড়ে তোলার সুযোগ থাকবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫