বগুড়ায় মা হত্যার চাঞ্চল্যকর ঘটনা: ছেলেই হত্যাকারী

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-
বগুড়ার দুপচাঁচিয়ায় এক মায়ের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের তদন্তে জানা গেছে, নিজের মাকেই হত্যা করেছেন তাঁর ছেলে সাদ বিন আজিজুর (১৯)।
গত ১০ নভেম্বর ঘরের ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, ডাকাতেরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরবর্তী তদন্তে সত্যি উঠে আসে।
র্যাবের তদন্তে জানা যায়, হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে সাদের প্রায়ই ঝগড়া হতো। এদিনও টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ক্ষিপ্ত হয়ে সাদ মাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের দায় ডাকাতদের ওপর চাপানোর জন্য ঘরের আলমারিতে কুড়াল দিয়ে আঘাত করে।
র্যাব সদস্যরা সোমবার রাতে সাদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫