|
প্রিন্টের সময়কালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৪ অপরাহ্ণ

অন্য দেশের ওপর নির্ভরশীলতাই ভারতের সবচেয়ে বড় শত্রু: নরেন্দ্র মোদি


অন্য দেশের ওপর নির্ভরশীলতাই ভারতের সবচেয়ে বড় শত্রু: নরেন্দ্র মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিদেশি প্রযুক্তি ও সম্পদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই ভারতের সবচেয়ে বড় শত্রু। শনিবার (২০ সেপ্টেম্বর) ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

মোদি বলেন, “ভারতের সব সমস্যার একমাত্র সমাধান হলো আত্মনির্ভরশীলতা। সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ—সবকিছুই নিজেদের প্রযুক্তিতে তৈরি করতে হবে। অন্যদের ওপর নির্ভরশীলতা আমাদের জাতীয় আত্মসম্মানকে ক্ষুণ্ন করবে এবং পরাজয়ের দিকে ঠেলে দেবে।”
 

এসময় তিনি ৩৪ হাজার কোটি রুপির একটি বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন। মোদি জোর দিয়ে বলেন, “ভারত বিশ্ব ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী। বর্তমানে আমাদের বড় কোনো বাহ্যিক শত্রু নেই। কিন্তু সত্যিকার অর্থে, বিদেশিদের ওপর নির্ভরশীলতাই আমাদের সবচেয়ে বড় শত্রু।”
 

তিনি আরও বলেন, “১৪০ কোটি ভারতীয়ের ভবিষ্যৎ বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না। জাতীয় উন্নয়ন অন্যের ওপর ভর করে সম্ভব নয়। আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের অবশ্যই আত্মনির্ভর হতে হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া অপরিহার্য।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫