নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বাজারটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের ব্যবসায়ীরা যখন ঘুমে ছিলেন, তখন হঠাৎ আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দুটি হার্ডওয়্যার দোকান, দুটি ফার্মেসি, একটি মুরগির দোকান এবং একটি স্টেশনারি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই দোকানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পুনরায় ব্যবসা শুরু করতে সহায়তা চেয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫