ময়মনসিংহে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে নান্দাইল থানার মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তায় মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস (২৮) গ্রেফতার হন। তার সঙ্গে রয়েছে ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট। জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের লোহাগাড়া থানার মধ্যম ধলিবিলা এলাকার মৃত মোঃ আজিজুর রহমানের কন্যা এবং স্বামী মোঃ আবু তাহের।
গ্রেফতারের পর উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫