|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৮ অপরাহ্ণ

কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা


কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই এবং তাদের বিচার নিশ্চিত করতে চাই।" তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপরতা দেখানোর জন্য নির্দেশ দেন।
 

সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ, তাদের দোসর, দুস্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
 

তিনি আরও বলেন, “তারা দেশের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে। যারা তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে এবং দলীয় বাহিনীর নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে তাদের ওপর অন্যায় মামলা-হামলা করা হয়েছে। গণমাধ্যমগুলো দখল করে নিয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলোকে নিঃশব্দ করা হয়েছে। অনুগত পুঁজিবাদী শ্রেণি তৈরি করে সম্পদ লুণ্ঠন করা হয়েছে এবং সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করা হয়েছে।”
 

এছাড়া, তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে এবং বর্তমানে তারা বিগত ১৬ বছরে অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করছে। সরকারের কর্মসূচি অনুযায়ী, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী, নরহত্যায় সম্পৃক্ত বিশেষ বাহিনী এবং অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুস্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী ও দুর্নীতিবিরোধী কমিশনের মামলায় আসামিদের আইনের আওতায় আনার কাজ চলছে।”
 

অপরাধীদের গ্রেপ্তারের জন্য সরকারের পুলিশ বাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সশস্ত্র বাহিনী সদস্যরা একত্রিতভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদরদপ্তরের 'জয়েন্ট অপারেশন সেন্টার' মাধ্যমে এই অভিযান তদারকি এবং সমন্বয় করা হবে।
 

এ কর্মশালায় ঢাকা ও গাজীপুর মহানগরের পুলিশ কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর ও জেলা প্রশাসকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে মোট ১২০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেশের সব মহানগর ও জেলা প্রশাসনকে এই কর্মশালার আওতায় আনা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫