তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে” চট্টগ্রামে জাতীয় ভোটার দিবস -২০২৫ উদযাপন

হোসেন বাবলা (চট্টগ্রাম):-
গত ২রা মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউসে সম্পন্ন হয়েছে।
"তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে”
প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ইনটেলিজেন্স), (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার।
আলোচনা সভা ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এছাড়া বিভিন্ন উপজেলার ইউএনও, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫