ছয় শ বছর ধরে তরবারি হাতে মিম্বারে খুতবা দেওয়ার ঐতিহ্য
প্রকাশকালঃ
০৩ এপ্রিল ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ ৪৩৫ বার পঠিত
তরবারি হাতে জুমা ও ঈদের নামাজে খুতবা দেওয়ার সংস্কৃতি রয়েছে তুরস্কের। ছয় শ বছর ধরে তুরস্কের এডির্ন প্রদেশের প্রাচীন মসজিদের ইমামরা তা পালন করছেন। উসমানীয় শাসনামলের ঐতিহ্য হিসেবে তা ধরে রেখেছেন এডির্ন গ্র্যান্ড মসজিদের সংশ্লিষ্টরা।
তরবারি হাতে খুতবা পড়ার রীতি কখন শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা না গেলে বিভিন্ন বর্ণনার সূত্রে জানা যায়, দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.) সর্বপ্রথম এভাবে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন।
আনাদোলু এজেন্সিকে এক সাক্ষাতকারে মসজিদটির মুয়াজ্জিন ইসমাইল শেন বলেন, জুমা ও ঈদের নামাজে মিম্বারে আরোহনের ঐতিহ্য রয়েছে। উসমানীয় শাসনামল থেকে এই মসজিদে এই রীতি চলে আসছে। তখন সুলতান তরবারি হাতে খুতবা দিতে মিম্বারে আরোহন করতেন।
এডির্ন শহরের গ্র্যান্ড মসজিদটি ১৫ শতাব্দিতে সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত হয়। সুলতান প্রথম মেহমেতের সময়ে এর নির্মাণকাজ শেষ হয়। এর ওপরে রয়েছে ৯টি গম্বুজ যা চারটি পিলারে ওপর রয়েছে। প্রথম দিকে একটি মিনার থাকলেও পরবর্তীতে দ্বিতীয় মুরাদ আরেকটি উঁচু মিনার যুক্ত করে।