|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ-লি কুউন সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  


ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ-লি কুউন সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  


বিশেষ প্রতিনিধি:-



বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউন ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  

 

পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল, সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা।  
 

চীনা উপমন্ত্রী লি কুউন ও তাঁর প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং বাংলাদেশের পুরাকীর্তি সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।  
 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।  
 

এই পরিদর্শনের মাধ্যমে চীন-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫