|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন


জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হলেও তিনি ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবেন তা স্পষ্ট করা হয়নি। এ কারণেই দেশজুড়ে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে।
 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, পণ্য ও সেবা কর (জিএসটি) সংশোধন ও কর হ্রাস প্রসঙ্গ তার ভাষণে প্রধান বিষয় হতে পারে। সম্প্রতি ভারত সরকার বেশ কিছু পণ্যে জিএসটি কমিয়েছে এবং কিছু বিলাসী পণ্যে কর বাড়িয়েছে, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। এর ফলে রান্নার সামগ্রী, ওষুধ, ইলেকট্রনিক পণ্য ও গাড়ির যন্ত্রাংশসহ প্রায় ৩৭৫টি পণ্যের দাম কমতে যাচ্ছে।
 

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনাও মোদির ভাষণে স্থান পেতে পারে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা ও বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার নির্ধারণের সিদ্ধান্ত ভারতীয় উচ্চশিক্ষিত কর্মীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
 

বিশ্লেষকদের মতে, এই ভিসা ফি বৃদ্ধি ভারতীয়দের পাশাপাশি চীনা নাগরিকদেরও ক্ষতিগ্রস্ত করবে। মোদি এই ইস্যুতেও অবস্থান স্পষ্ট করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি সর্বশেষ গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। সেদিন তিনি পাকিস্তানে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে জাতিকে অবহিত করেছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫