|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ণ

বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক


বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক


বাগদান সারলেন সংগীত তারকা আরমান মালিক। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা স্রফ। আশনা ভারতের একজন জনপ্রিয় বিউটি ব্লগার ও ইউটিউবার। ২০২৩ সালে তিনি ভারতের কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার উপাধি অর্জন করেছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২৮ আগস্ট সোশ্যালে বাগদানের ছবি শেয়ার করে আরমান মালিক লেখেন, ‘আমাদের চিরকালের শুরু।’ ছবিতে হাঁটু গেঁড়ে আশনাকে প্রপোজ করতে দেখা যায় আরমান মালিককে। নিমিষেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের শুভকামনা ও ভালোবাসায়।


আরমান গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এর পুত্র এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক এর ভাই। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে। তিনি একাধারে গায়ক, গীতিকার, রেকর্ড প্রডিউসার, ভয়েজ ওভার আর্টিস্ট, পারফর্মার এবং অভিনয় শিল্পী।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো, ম্যায় হু হিরো তেরা, তুমহে আপনা বানানে কা, ম্যায় রাহু ইয়া না রাহু এবং বোল দো না জারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫