বগুড়ায় ১০ মামলার পলাতক আসামি ঝুমুর সরকার গ্রেপ্তার

বগুড়া ব্যুরো:-
বগুড়ায় ১০টি মামলায় পলাতক থাকা আলোচিত আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ঝুমুর সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। তিনি যুবলীগ নেতা ও কাউন্সিলর মতিন সরকারের ভাই। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে একদল সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণ করা হয়। এতে ছাত্রজনতার একজন, আবদুল মান্নান, গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ঝুমুর সরকার অন্যতম পলাতক আসামি ছিলেন।
ইকবাল বাহার আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও মারধরের মতো গুরুতর অভিযোগে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫