|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪ অপরাহ্ণ

এবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা


এবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা


ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
 

রোববার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে পাথর নিক্ষেপ করে হামলা চালানো হয়। খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
 

হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছে। কিছু লোক বাড়ির দেওয়ালে উঠে ভিতরে ঢিল ছুঁড়ে মারছে।
 

এদিন পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় তেলেঙ্গানার বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের সংসদ সদস্য আকবর উদ্দিন ওয়াইসি আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি একটি ভিডিওতে বলেন, "আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না, তবে আমার কাছে খবর এসেছে যে, ওই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে দুটি শিশু পড়ে গিয়েছে এবং এক নারী মারা গেছে। তবে তিনি হেসে বলেন, ‘এবার সিনেমা হিট হয়ে যাবে’। এরপর তিনি সিনেমাটি পুরোপুরি দেখে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান এবং আরও বলেন, সরকার জুলুম করছে, অথচ আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও তিনি অনুভব করেননি।"
 

আকবর উদ্দিনের এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে আল্লু অর্জুনের বাড়িতে হামলা করা হয়।
 

সম্প্রতি, ওই সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন এবং এ ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে এক রাত জেলেও থাকতে হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫