|
প্রিন্টের সময়কালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০২:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৬ ০৭:২৮ অপরাহ্ণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় আসলাম চৌধুরীর বাড়ি প্রাঙ্গণে কর্মসূচির ষষ্ঠ দিনের মতো এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন ফকিরা জামে মসজিদের হাফেজ মোহাম্মদ মহসিন।

দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরছালিন, বদিউল আলম বদরুল, মো. বখতিয়ার উদ্দিন, মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ, মো. ইসমাইল, কামরুল ইসলাম বাবলু এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চট্টগ্রাম–৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত পিতা-মাতা ও সহোদরদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভাধীন ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬