|
প্রিন্টের সময়কালঃ ০৭ জুলাই ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ

রাজশাহীতে রাকাবের এমডি ওয়াহিদা বেগমের অপসারণ দাবিতে মানববন্ধন


রাজশাহীতে রাকাবের এমডি ওয়াহিদা বেগমের অপসারণ দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার:--



রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকরা। শনিবার (৫ জুলাই) সকালে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় রাকাব প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়াহিদা বেগম দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকের অভ্যন্তরে শুরু হয়েছে বদলি-বাণিজ্য, দলীয়করণ এবং ক্ষমতার অপব্যবহার। তার প্রশাসনিক দমননীতির কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।
 

বক্তারা বলেন, পুরনো সিন্ডিকেটের ছায়ায় পছন্দের লোক বসানো, মতবিরোধীদের নির্বাসনে পাঠানো এবং ঘুষের বিনিময়ে পদোন্নতির মতো অনৈতিক কর্মকাণ্ড আবারও মাথাচাড়া দিয়েছে। তারা জানান, এর আগেও ওয়াহিদা বেগমের বিরুদ্ধে রূপালী ব্যাংকে কর্মরত থাকাকালীন ঘুষ বাণিজ্য ও দমননীতির অভিযোগ উঠেছিল। তখনও ব্যাংকের ভেতরে সন্ত্রাসী কায়দায় কর্মীদের ভয় দেখিয়ে দমন করা হতো।
 

ভুক্তভোগীদের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন মোসলেম মিয়া, আবু তালিব, ফয়জার রহমান, মোতালেব আকন্দসহ আরও অনেকে। বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর ব্যাংকিং অঙ্গনে নতুন দিনের আশা জাগলেও ওয়াহিদা বেগম সেই পুরনো স্বৈরশাসনের সংস্কৃতি ফিরিয়ে এনেছেন।
 

বক্তারা আরও জানান, ওয়াহিদা বেগমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বেশ কয়েকটি লিখিত অভিযোগ ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে। এসব অভিযোগের দ্রুত তদন্ত ও তার অপসারণের দাবি করেন তারা।
 

মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫