বন্যাকবলিত ৬ জেলায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ব্যাপক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া মানুষকে উদ্ধার করতে সেনাবাহিনী মাঠে নেমেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট), আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফেনীসহ দেশের ছয়টি জেলায় সেনা সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায়ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করছে এবং তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে।
গত ২১ আগস্ট থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
সেনাপ্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর অন্যান্য ইউনিটও তাদের নিজ নিজ এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে অসামরিক প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫